মাদক নেশায় মত্ত (২৫৫১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৮-০৬-২০২৪ ইং
=================
গাঁজা নামক নেশার পন্য
তার ভিন্ন ভিন্ন নাম,
খাইলে দেহের ক্ষতি হয়
দিতে হয় তার দাম।
নেশায় পাগল রাজা খেলে
বলে করছে সুরা পান,
সাধু খেয়ে বট গাছের তলে
করে একাকীত্বের ধ্যান।
সাধারণ লোকে খেলে গাঁজা
তারে বলে গাঁজাখোর,
আচ্ছা করে খায় যদি কেউ
তারে বলে নেশাখোর।
গাঁজা খাওয়ার বিধি ভিন্নতা
কেন বলতে পারো কেউ?
সাগরের বুকে তুফান উঠলে
তারে বলে যায় যে ঢেউ।
নেশাখোর জাতপাত চিনে না
পিতামাতা দূরের কথা,
নেশার পন্য কেনার জন্য সে
চুরিতে দ্বিধা নেই যথা।