টাকার নেশা (২৮০৩তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৫-০৩-২০২৫
---------------------------------------
টাকার পিছে ছুটছে মানুষ
দেশ বিদেশে পথে কত?
আবার সেই টাকার কাছেই
মানুষ করেন মাথানত।

সেই টাকা কামাতে মানুষেরা
শ্রমে ঝরায় দেহের ঘাম,
দিনে রাতে সমান কাজ করেও
মানুষ পায়না ন্যায্য দাম।

মানুষ টাকা জোরে বলিয়ান হয়ে
বিলাসে করে কত তামাশা,
গরীব দু:খীর হক হরণ করেও
মিটায় তাদের সকল আশা।

টাকার কাছে আজ আইন বিক্রি
তালকে করে বড় তিল,
টাকা ছাড়া আজ পাওয়া যায়না
প্রিয় মানুষের রুপ দিল।

টাকার কাছে এই জগত ভুমে
প্রিয় রক্তের মানুষ হয় পর,
শান্তির আশায় অন্য'কে নিয়ে
নির্দ্বিধায় বাঁধেন সুখের ঘর।