টাকার ক্ষমতা (২৬৩৮ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০১-১০-২০২৪ ইং
====================
ঘুরছে টাকা লুকিয়ে লুকিয়ে
মালিকের নাম যে নেই,
বেচাকেনায় টাকার বিনিময়
মান আছে যেই সেই।
যার কাছে টাকা সেই মালিক
তার কথা বলে বেড়ায়,
হাতের থেকে হাতের বদলে
মালিকের নাম এড়ায়।
টাকা তো আর কথা বলে না
ব্যবহারেই কথা বলেন,
কেহর কাছে গচ্ছিত থাকলে
নীরব ভুমিকায় চলেন।
টাকায় অসাধ্য সাধন করায়
অবাধ্য করা যায় বাধ্য,
এই টাকায় মৃত্যুকে রোধ করার
কাহার কি আছে সাধ্য।