তাহার প্রতিজ্ঞা (২০৩০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৯-০২-২০২৪ ইং তাং
==================
বালিয়াতলীর সাহেবজাদা
সমাজের শালিস ম্যান,
নিরোপেক্ষ শালিশ করে যে
দেয় মানুষের জন্য জান।
সাহেব জাদার একটাই সখ
তার নানান দেশে ঘুরা,
বিশ্বভুমের আশ্চর্য জিনিস
দেখার সাধ মনপুরা।
বরফ ঢাকা পাহাড় পর্বতের
দেশে যেতে মন চায়,
নিউমোনিয়া ও সর্দি কাশির
সহ ঠান্ডা জ্বরের ভয়।
মুসলিম হিসেবে ভাবে এবার
যাবে পূণ্য ভুমি মক্কা,
শান্তি পেতো মদিনায় গিয়ে
যদি পেতো সে অক্কা।
একদিন শুক্রবার জুমার রাতে
তার বেগম ডেকে কয়,
তোমার মনে কেন রঙ লেগেছে
শুধু জানতে ইচ্ছে লয়?