শুভ সকাল (২৭৮৮তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৪-০৩-২০২৫
======================
শুভ সকালে পোশাক পরিবর্তনে
শয়তান হয় না ফেরেস্তা,
মনের কোণের তাগুত তাড়িয়ে
ধর সহজ সরল রাস্তা।
পদ পরিষ্কার করার তরে যাহারা
শয়তান বদে থাকে ব্যস্ত,
বুঝতে হবে ক্ষমতা লোভে তারা
শত্রু নিধনে থাকে ন্যাস্ত।
শয়তানের বরাত দিয়ে যাহারা
ভালোর পিছনে লেগে যায়,
আল্লাহকে তারা আমলে নেয় না
তারা মরণকে করে না ভয়।
শুভ সকালের হাওয়া খেয়ে যারা
স্বার্থের নেশায় পথ চলে,
আল্লাহর নেয়ামত শুকরিয়া নেই
মোনাফেক তাদের বলে।
ইসলামিয়া মদের দোকানের নামে
যারা হারামে আরামে লিপ্ত,
স্বার্থে নেক সুরাতে ধোকা দিলেতো
আল্লাহতায়ালা হবেন ক্ষিপ্ত।