ছুটছি শান্তির খোঁজে  (২২৬০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১২-০৯-২০২৩ ইং
*************************
কোথায় গেলে শান্তি পাবো
কে দিবে আমাকে খোঁজ?
বুকের ভিতর অশান্তির সুর
গোপনে বাজে হররোজ।

আর কতকাল এ বুকের মধ্যে
জ্বলবে  বিরহের দাবানল,
সেই চিন্তায় কোথায়  ঘরবাধি
নিড়িবিলি বটবৃক্ষের তল।

গোপনে দিয়ে যাও তুমি আমায়
হৃদয়ে রক্ত ক্ষরণ ব্যাথা,
এই কি ছিলো তোমার মানসিকতা
চিরো বিদায় নেবার কথা।

তোমাকে হারানোর কঠিন বেদনা
বুকের মাঝে কষ্ট দিয়ে রোজ,
কোথায় গেলে  ভুলে যাব তোমায়
ব্যবস্থা পত্রের দিতে পার খোঁজ।

আমি মরে গিয়েও শান্তি পাবো না
তোমার ভালোবাসার কথা,
শান্তির খোঁজে বাড়ি ছেড়ে যাচ্ছি
একটু নিরিবিলি থাকি তথা।