সুখের খোঁজে প্রতিহিংসা (২৭৭৩ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১০-০২-২০২৫ ইং তাং
==================
সুখের পায়ড়া উড়ে গেছে
কখন আসবে ফিরে?
সে আর কি আসবে ফিরে
তার ধ্বংসযজ্ঞ নীরে।

নিজের দোষে সুখ যে গেছে
কারে দোষ চাপাতে নাই,
চারি দিকের সুখের পায়রা
দিক বেদিকে উড়ে তাই।

কষ্টে আমার মন-প্রাণ কাঁদে
দু:খ বলি যে কার কাছে,
সে যে এখন কোথায় আছে?
শুধু মিথ্যে আশ্বাস দিছে।

ওই গরম বাতাসে নরম ঘরের
চালা উড়ে নিয়ে গেল,
বেঁচে থাকার জোর তাগিদে
নতুন চিন্তা উদয় হলো।

সুখের সংসার জ্বলতে আছে
নতুন পাগলের আমদানি,
নিজের সুখের জোর তাগিদে
রোজ লক্ষ্য মাত্রা জামদানী।