সুজন মাঝি (২২৭৭ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কব)
২৯-০৯-২০২৩ ইং
*******************
সুজন মাঝি নৌকা চালাও
ঢেউয়ের তালে তালে,
আমার কুসুম ওই পাড়েতে
আসছে নাকি বোলে।
অধির আগ্রহে পলকহীনে
চেয়ে আছে নদীর পানে,
মনমাঝি তুই বৈঠা চালাও
জোয়ার ভাটার টানে।
আসে যদি হায় ঝড় তুফান
ভয় পেয়েও না তুমি,
ভালোবাসার রঙিন দরিয়ায়
বৈঠা ছেড়ো না তুমি।
দিক যদি আমি যাইগো ভুলে
হায় হারাই ঘাটের কুল,
মাঝি ভাই তুমি সঠিক ঘাটে
ভীরতে করো না ভুল।
ও তীরে খেয়াঘাটে বসে আছে
আমার কুসুম একা একা,
আমি ভালোবাসার পাগল বলে
আমায় সবাই ভাবে বোকা।
মাঝি ভাই জানো তুমি এ প্রেম
আমার ষোল আনাই খাঁটি,
আজ সাক্ষাৎ যদি মিলে না গো
মন জ্বলে পুড়ে হবে মাটি।
মাঝি ভাই তাকিয়ে থাকো তুমি
কুসুমকে দেখবে যখন,
ছাতিটা তখন ফুলে উঠবে গো
আমার ভিগাতখানে তখন।
মাঝি বৈঠা চালাও তাড়াতাড়ি
আমার সইছে না যে মন,
সাক্ষাৎ দিয়ে বলবো তোমায়
কুসুমের প্রেমের বিবারণ।