স্টোক উছিলা মাত্র (২৬২৭ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২০-০৯-২০২৪ ইং
=============
একটা মৃত্যু চোখে দেখিলাম
বিঁধেছে আমার বুকে,
সব মানুষ আজ বাঁচতে চায়
বাঁচবে না ধরার বুকে।

সহকর্মীর মৃত্যু বোবা কান্নায়
সবাইর অক্ষিতে জল,
আমি তুমি সে বেঁচে থাকিবো
কে দিবে সিউরিটি  বল?

স্যারের মৃত্যুটা মানতে পারি না
মনে আছঁড়ে পড়েছে ঢেউ,
আমাদের ছেড়ে এভাবে যাবে
বুঝিতে পারে নি কেউ।

অকাল মৃত্যুটা মানার মত না
তবু আইনে মানতে হয়,
মৃত্যু আমাদের ডাকে ইশারায়
তাই মনেতে আল্লার ভয়।

এমনই তো সবার যেতে হবে
শুধু ই সময়ের ব্যপার,
হুকুমের বাঁশির অপেক্ষায় আছে
বিজ্ঞ আজরাইল র‍্যাপার।

বিদ্র: আমার ২২ বছরের সহকর্মী মো: হান্নান হিরু স্যারের শ্রেনী কক্ষে স্ট্রোক জনিত মৃত্যুতে আমার কবিতা।