স্মৃতিরা হারিয়ে যাচ্ছে -১(২৬৮৪ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৬-১১-২০২৪ ইং
======================
ওই নদীর পাড়ে তাকিয়ে দেখুন
আজ নৌকাতে পাল নাই,
লাঙ্গল গরু দিয়ে চাষের পদ্ধতি
এখন আর কোথাও নাই।

ঘরের চালা খড়ের দ্বারা ছাওয়া
গাঁয়ে খুঁজলে পাওয়া দায়,
মাড়াই মেশিনে ধান মাড়াই করে
এখন আর মলেনা পায় পায়।

হেরিকেন নেই কেরোসিন দেখি
সব কিছু হাওয়ায় বিলীন,
ল্যাম্প খুঁজলে পাওয়া যে যায়না
বিদ্যুৎবিনে বধুর মন মলিন।

আগের মত মাঠে ঘাটে খেলা নেই
নেই হাডুডু আর দাড়িবাধা,
বৈশাখী মেলা দেখা যায় শহরেতে
ঠেলাগাড়ি নেই আছে গাঁধা।

সেই জারি সারি গান হারিয়ে গেল
হারিয়ে যাচ্ছে যাত্রাপালা,
গ্রাম আর দেখা যায় না রাত্রীরে
সেই আমীর সাধুর পালা।

গ্রামের বাড়িতে এখন দেখি  না
সেই কাঠের মুশাল ঢেঁকি,
ভাই, বন্ধু স্বামী বিদেশে থাকলে
এখন হয়না হাতে লিখা চিঠি।