শ্রাবনের বৃষ্টি (২৫৯০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৪-০৮-২০২৪ ইং তাং
==================
শ্রাবন মাসের ঝিরঝির বৃষ্টি
ঝরছে থেকে থেকে,
খিচুড়ি খাওয়ার আমেজ জাগে
বৃষ্টির আদ্রতা রেখে।
বাদলা হাওয়ায় উৎসুক মন
গানের সুর ছন্দে গলে,
আম কাঠালের আপ্যায়নেই
খাওয়ার ধুমধাম চলে।
ইলিশ গুড়ির বাদলা হাওয়ায়
চাষির মন ছুঁয়েছে তাই,
পান্তা ভাতে ভাজা ইলিশের স্বাদ
এই সময়ের তুলনা নাই।
তালের পিঠা আর খেজুর গুড়
কলা পাতায় ভাজা চাই,
এমন আয়োজন না হয় যদি
ভুন্ডল মনের ইচ্ছে ভাই।
এমন পরিবেশে বর্ষা কেটেছে
আজ বাঙালীর ঘরে ঘরে,
শ্রাবন শেষে বাংলার বর্ষা ঋতুর
সব আমেজ যায়রে সরে।