শয়তানের শয়তানি (২৭৪৪ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৫-০১-২০২৫ ইং তাং
====================
ছক এঁকে শয়তান শয়তানি করে
নিজের স্বেচ্ছাচারীতা করে,
নিজের স্বার্থ সিদ্ধি করতে গিয়ে
শয়তানির সু-কৌশল ছাড়ে।
জামাইকে লাগায় শাশুড়ীর পিছে
যাতে শাশুড়ী স্বামীর মিত্র,
বউয়ের শাশুড়ীকে এমন বুদ্ধি দেয়
যাতে স্বামী স্ত্রী হয় শত্রু।
নেক সুরাতে ধোকা দিয়ে শয়তান
অন্যের ঘরে আগুন দেওয়ায়,
সুকৌশলে মামলার ব্যবস্থা করে
জেলের ডালভাত খাওয়ায়।
চাচীর প্রেমে ভাতিজাকে লাগায়
চাচার দ্বারা করায় খুন,
ওই স্ত্রী স্বামীর গুনগান না করে
গায় ভাসুরের পোলার গুন।
সৎমার প্রেম লালসার পাগল করে
সুক্ষ্মভাবে ছেলেকে লাগায়,
পিতার কাছে হাতেনাতে ধরিয়ে
সংসার ত্যাজ্য করে বাগায়।