সভ্যতার আয়নাঘর (২৬৬৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
৩১-১০-২০২৪ তাং
===================
মাথা তোমার ভুবন খ্যাতি
ডুকলো তাতে পোকা,
নিজেকে মহাজ্ঞানী ভাবো
লোকের কাছে বোকা।

সাহস দেখাও জগৎ সেরা
ভয়ের কারন নেই,
করছো যাহা তাহাই সঠিক
দেখার কেহই নাই।

মোদের কথা কে ফালাবে
কলিজা কত বড়?
তালাশ করে  মার তাহারে
দেশ ছাড়া যে করো।

সভা সমিতি যতই করছো
দেহের ঘাম ফেলে,
নকল টাকে আসল ভেবে
খাইলি ঝালে তেলে।

অসভ্যতার মহা আমেজে
সাজলে মহান রাজা,
তোমরা হলে দেশের সেরা
পাবে একদিন সাজা।

পা বাড়ালেই থমকে দাড়াই
ওই হিংস্রদের দেখে,
থাবা দেয়ার সুযোগ পেলে
মারবে না প্রাণ রেখে।