সভ্য (২৫৮৪ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৮-০৮-২০২৪ ইং
===============
সভ্য হতে সময় দরকার
অসভ্যতা ছাড়তে,
মন ধরলে অসভ্যতায়
সব পারে কাড়তে।
জ্ঞানী যারা বিবেকটাকে
সঠিক কাজে লাগায়,
অসভ্যতা পরের মেয়েকে
বুদ্ধি লাগিয়ে বাগায়।
ভাবুন দেখি দেশ জনতা
সভ্য হতে পেরেছি কি?
মনের ভিতর সব কলুষতা
জ্ঞানী হয়ে ছেড়েছি কি?
এক মাঘে অসভ্যতা যায় না
কয়েক মাঘের দরকার,
মাঘ নাকি আর আসবে না
শীত তাড়িয়ে ছাড়খার।
অসভ্য বলে হিংসায় ধরছে
ওই প্রতিহিংসার নেশায়,
ঘরপোড়ার মধ্য আলু দিলেন
বাহাবা পাওয়ার আশায়।