শত্রুমিত্র(২৫২৬ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৩-০৬-২০২৪ ইং
====================
মানুষ,আপনজনকে শত্রু ভাবেন
নিজের স্বার্থ সিদ্ধির তরে,
যে কারনে মিত্রকে শত্রু ভাবিলেন
মিত্র সেই চিন্তা এখন করে।

যাহাদের জন্য এ জীবন বাজিমাত
বছরের পর বছর করলে ব্যয়,
সেই বড়দা আজ স্বার্থের চক্রেঘোরে
অন্যের আপনজন হয়ে যায়।

টাক মাথাওয়ালা বার বার কিন্তু সে
বেল গাছের তলায় যায় না,
বেল পরিয়া টাকওয়ালার মাথা গেলে
কাহারো কাছে বলা যায় না।

শত্রুমিত্র সবাই এক পাড়ায় বাস করে
তাদের অবস্থান মুখোমুখি,
নিজের বিপদ নিজেকে সামলাতে হয়
আসলে কে কাউকে রোখি?