সত্য নাকি ভেবে দেখুন (২৬৭৩ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৫-১১-২০২৪ ইং তাং
===================
জেনেছি বিশ্বাসে বস্তু মিলে
আর কর্মে পূণ্য লাভ,
তুমি,চুরি করে ঘর ভরিলে
দিবে তারা অভিশাপ।

সম্মান দিলে সম্মান পাবেন
হিংসায় হবে পতন,
মানুষ চিনতে পোশাক নয়রে
সেবার নাম যতন।

পোশাক দেখে বিচার হয় না
অহংকারে হয় ধ্বংস,
আচার আচারণে বুঝা যায়
মানুষটি কোন বংশ।

অভাবে পরলে নষ্ট হয় স্বভাব
অংগীকার হয় ভঙ্গ,
ভাই,শর্তমত কাজ না করলে
কথার ধরণ হয় রঙ্গ।

ক্ষমা করা মহৎ গুনের শামিল
প্রতিশোধ নিলে ঘৃণা,
রক্তের আত্মীয় ও বন্ধু বান্ধব
শুধু বিপদে যায় চিনা।