সত্য বনাম মিথ্যা (২২৬৫ তম)
এম,এ,সালাম (সুর  ছন্দের কবি)
১৭-০৯-২০২৩ ইং
======================
সত্য সঠিক পথে আসবে বাধা
মানুষ ভয় করবে না কভু,
অসীম শক্তি নিয়ে মোকাবেলা
করলে সাহায্য করবে প্রভু।

মনুষ্যত্ব থাকিলে মিথ্যার আশ্রায়ে
করো না অন্যের কোন ক্ষতি,
সৃষ্টি কর্তার কাছে বড় আসামী হবে
থাকবে না তোমার কোন গতি।

সদা সর্বদা সত্যের কাছে মাথানিচু
হয় সকল মিথ্যার পরাজয়,
মিথ্যার মধ্যে নিমজ্জিত থাকিলে
মানব জীবন পাপিষ্ঠ হয়।

সব সত্যকে তোমরা পাথেয় করে
মিথ্যাকে স্বজ্ঞানে ঘৃণা করে,
জীবন পথে সফলতা আসবে না
যদি মিথ্যাকে আঁকড়ে ধরে।

মিথ্যাভিনয়ে মানুষের মন সাময়িক
ভাবে জয় করেতে পারো,
মানুষের এই জয় কি চিরস্থায়ী হবে
মান-সম্মান বিকিয়ে ছাড়ো।

সত্যের জয় মিথ্যার ক্ষয় এই বাক্য
মনের মধ্যে আগলে রেখে,
সতত পথ চলিলে পথভ্রষ্ট হবে না
জীবনের পাথেও দেখে।