শত হইলেও স্বামী(২৪৪৮তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৭-০৩-২০২৩ ইং
===================
স্বামী তোমার কুৎসিত হলেও
শুধু আপন তোমার স্বামী,
শিরক ব্যতিত যে কথা বলিবে
স্ত্রী হিসাবে মানিবে তুমি।
যদি স্বামীর কথার অবাধ্য হও
যার মাশুল দিবে একদিন,
স্বামী ছাড়া কেউ ক্ষমা করবে
শোন বিচার দিবসে সেদিন ।
স্বামী তোমার কাছে অমুল্যধন
হেলায় অবহেলারতো নয়,
স্বামীকে খুশি রাখতে পারলেই
তোমার পরকালে হবে জয়।
স্বামীর ইচ্ছার বিরুদ্ধে কখনো
যাওয়ার চিন্তা করো না বধু,
এমন ভাবিও না সকল জায়ারা
স্বামী আসলে বোকা চদু।