সতীন সতীন ভাব (২৩৫০ তম)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
১১-১২-২০২৩ ইং
==============
সতীন সতীন ভাব করে সে
কোন অপরাধ পেয়ে?
তাদের নামটি শুনিবার মাত্র
আসো কেন তুমি ধেয়ে।
সতীনের নাম শুনিবার মাত্র
সে রাগে হয় অগ্নিশর্মা,
শত্রুর নামে ঘোষণা করেছে
তারা সর্বখানে নিষ্কর্মা।
সবখানে সতীনকে শত্রুভাবে
আপন করে নেয় না,
লোক সমাজে বিরোধিতা করে
কেহর ভালো চায় না।
যারে দেখতে নারি চলন বাঁকা
যোগ্যকে অযোগ্য বলে,
সোজা হয়ে হাটাচলা করলেও
খোড়া বাঁকা দূর্বল বলে।