শ্বশুর জামাই (২৫৬৫ তম)
এম,এ,সালাম (সুর ছন্দের কবি)
১৩-০৭-২০২৪ ইং
==================
যেমন জামাই তেমন শ্বশুর
এক থালে খায় অন্ন,
কেউ কাউকে খারাপ বুঝেনা
নয়তো কেহই ভিন্ন।
দুই আর তিনে মিলে হয় চার
কেউ প্রতিবাদ করে না,
হিসাব নিকাশ করতে গেলে
কেউ কাউকে ছাড়ে না।
একজনের বাজেট পানি কচু
অন্য জনের কচু ভুন্না,
জাম খায়না মুখ কালোর লাই
কচু খায়না বর মুন্না।
নতুন জামাই বাজারে পাঠায়
খোঁজ নেয় শ্বশুর বাবু,
একে অপরের ভুল ধরে কেউ
জনসম্মুখে করে কাবু।
ফাঁকে ফাঁকে চলার অভিনয়
চোরে চোরে মাসতুতো ভাই,
জামাই শ্বশুর এক থালে খায়
বলে কেউ কাউকে দেখি নাই।