ষড়যন্ত্র (২৪১৪ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৩-০২-২০২৪ তাং
=================
ষড়যন্ত্রের কৌশল চলছে
স্থানীয় নির্বাচন নিয়ে,
এক সংস্কৃতিক  অনুষ্ঠানে
বুঝলাম ভিডিও দিয়ে।

তোমরা ষড়যন্ত্র যতই কর
সাধারণ মানুষ বুঝে,
আপমর জনসাধারণ কিন্তু
তোমার অবস্থান খুঁজে।

যিনি এখনও প্রতিনিধি নয়
নেই দোষত্রুটি  তার,
যিনি ছিলেন জনপ্রতিনিধি
পায়ে পায়ে দোষ তার।

আজ যাহারা ষড়যন্ত্র করে
তারাই দলের বড় শত্রু,
এই ধরনের সুযোগ বাদিরা
হবে না দলের সু-পুত্র।

তোদের জন্য মানুষ ক্যামেরা
স্থাপন করেছে সবখানে,
ষড়যন্ত্র করোনা প্রচার করো
হিসেব দিবে গুনে গুনে।