শরতের রঙ তুলিতে (২২৫৫ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৭-০৯-২০২৩ ইং
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
খালের ধারে কাশের বনে
হাওয়ায় তালে ঢেউ,
হেমন্ত ঋতুর আগমনী বার্তা
এখনও দেয় না কেউ।

হাওয়ার তালে কাশ  দোলে
যেন সাদা বকের সারি,
পৃথিবীর বুকে রূপের ঝলক
মন আঁখি নেয় কাড়ি।

শরতের আকাশ শুভ্র মেঘে
কাশফুলের সাদা রঙ,
নানান সাজে প্রকৃতির মাঝে
দেখুন শরৎ ঋতুর ডং।

শরতের আভায় রঙের খেলা
দূরে সাদা মেঘের ভেলা,
নদীর ধারে কাশফুলের বনে
নানা রঙ বিরঙের মেলা।

কাশ ফুলের ঔ অপরুপ শোভা
আনন্দের হিল্লোল মনে,
সকল হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে
মিশে থাকি সবার সনে।