শরতের প্রক্কালে (২৬১০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৩-০৯-২০২৪ ইং
==============
ভাদ্র মাসে মেহমান আসে
যার কুটুম সে যে হাসে,
খাওয়ায় তালের পিঠে
কাশের ফুল নদীর কুলে
জেলে ভাই জাল তুলে
মজা খেজুর গুড়ের মিঠে।

মেঘে রোদে করছে খেলা
বৃষ্টি পরে সারাটি বেলা,
খালে জোয়ার ধেয়ে আসে
গরীব দু:খি বিপদ মুখি
প্রতিবাদ করে সবাই রুখি
সুখে মহানন্দে হাসে।

হোগল গুরি করে যে চুরি
চিনি মেখে খায় যে মুড়ি,
শিশুরা প্রতিযোগিতা করে
কবিতা লিখি সুর ও ছন্দে
কবির কলম ভালো মন্দে
লেখার আমেজ বাড়ে।

মাতৃভূমি কত যে চুমি
দেশের ভালো মানুষ তুমি,
সৎ সাহসে সেবা করো
স্বার্থের চিন্তা তাগ করো
করবে সেবা আপন মনে
কঠিন বিপদে হাল ধরো।