স্বপ্নহীন জীবন (২৬১৪ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৫-১২-২০২৪ ইং তাং
======================
স্বপ্নহীন জীবন একটা মরীচিকার মত
আশা ভরসা নেই যেখানে প্রলোভন যত।
যেথায় স্মৃতিরা অনুপস্থিত অস্তিত্ব নেই
যেন নির্জনতা চুষে খায় হারিয়ে যায় খেই।
যেথা নেই ওই দিগন্তে স্বপ্নীল ভোরের গান
জমে থাকে সেথায় শুধু নিরাশায় মনপ্রাণ।
বেদনার সমীরণে মিশে যায় স্বস্তির নি:শ্বাস
শব্দহীন নদীর বুকে নেই প্রবাহমান উল্লাস।
স্বপ্নহীন জীবন যেন শুষ্ক মরুময় তীর্থমালা
যেখানে নেই মিনতির সুর শুধু অন্তর জ্বালা।
আলোর উৎস হারিয়ে যায় শূন্যতার প্রাচীর
স্বপ্নে অলংকৃত হোক অন্তরের নির্মল মন্দির।
স্বপ্নহীন জীবন যেন মনের মন্দিরে শোকগাঁথা
সময়ের আবর্তে থমকে যায় যেন নির্বাক সেথা।
শ্রান্ত ঘুমের দেশে হারিয়ে যায় পরিচয়ের রূপ
কালের আবর্তে শিলালিপি লেখা ধূসর স্তুপ।
শুষ্ক মরুর প্রান্তরে আবার ফুটুক রঙিন ফুল
ঝর্ণাধারার কলতানে ভরে উঠুক বুকের কুল।
হারানো সেই স্বপ্ন আজ ফিরুক নতুন রুপে
অন্ধকারে ছাপিয়ে ভরে উঠুক আলোর ধুপে।
আসুক সোনালী প্রভাত,আনন্দে রঙিন মেলা
ধুয়ে মুছে যাক হৃদয় ক্ষত দূর হোক সব খেলা।
দূর দিগন্তে ভেসে উঠুক নব আলোকিত সাজ
তাই স্বপ্নহীন জীবন হোক যেন স্বপ্নময় আজ।