স্বপ্নের প্রেম (২৬৯৭ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৮-১১-২০২৪ ইং
==================
মেয়ে কেন তুমি তারে চাও?
যাকে তুমি কাছে পাও।
সে কি তোমার ঘরের পক্ষী?
তাই ভাবো তাকে লক্ষী।
সে কি হেমন্তের কোন গোধুলী?
নাকি কালো নিশীর কালি।
আমি তাকে নিয়েই ঘুমে ঢুলি
না চিনেই অন্তরে পথভুলি।
স্বপ্নে দেখে হয়েছি এক বৈরাগী
তাই তার বিরহেই বিবাগী।
এই জগতের রঙ রূপ সংগীত
তাই তার অপুর্ব মায়া গীত।
সর্ব ঘুরে বেড়াই এদিক ওদিক
মাঝে মাঝে হই দিগ্বিদিক।
তাকে বলার জানার কি আছে?
যারে পাও ঘুমে কাছে।
ওহে তুমি যে রূপসী ললনা
তাই করো তুমি ছলনা।
তোমার জন্য হয়েছি পথিক
মনের তুমি পরম ঋতিক।
তার বিরহে আমি পথ চলি
আমাকে স্বপ্নকামী বলি।