সংগ্রামী জীবন (২৩৩৭ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৮-১১-২০২৩ ইং
==================
আমি হররোজ সংগ্রাম করে চলছি
খেয়ে পড়ে মাথা গোঁজার জন্য,
টানা পোড়ানো এই সংগ্রামী জীবন
প্রভুকে জপে বাঁচাতেই আমি ধন্য।
জীবনটা টানা হেচরায় চলছে রোজ
সংগ্রাম সাধনায় কোন ঘাটতি নেই,
আগের মতই নন বিলাসিতায় কাটে
আমি আগের মত আছি যেই সেই।
কাজেরে কাজ বলি নাই, শক্তি বলে
এখন করি সব কিছু নতুনদের জন্য,
বৃদ্ধ বয়সে কঠিন পরিশ্রমে লাভ কি
হয়তো ভবিষ্যৎ প্রজন্ম হবে ধন্য।
আমি সংগ্রাম করতে করতে পঞ্চান্নতে
পা রেখেছি আর কতকাল করবো,
মাথার ভিতর একটা চিন্তা ঘুরপাক
খায় ভবিষ্যতের জন্য কি রাখবো?