সংখ্যা লঘু ও গুরু (২৭ ৬৬ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৩-০২-২০২৫ ইং তাং
====================
সংখ্যা লঘু আর সংখ্যা গুরু
কি করলে ভাই শুরু?
সংখ্যালঘুদের দেখলে কেহর
কপালে কুচকে উঠে ভ্রু।

এক বাড়িতে বসবাস তাদের
প্রায় এক টেবিলে খানা,
মনের কোণে কালো মেঘ ভরা
ওদের উদ্দেশ্য নেই জানা।

হাসতে মানা আর কাশতে মানা
মোদের সংখ্যা গুরুর দেশে,
কোন অপরাধের ওই হেতুবাদে?
সংখ্যা লঘুদের মারে শেষে।

কোন অপরাধে জন্ম যে তাদের
ওই সংখ্যা লঘুদের ঘরে,
ওদের সংখ্যা গুরু দেখলে পরে
ঘৃণায় নাক কান উচু করে।

হায়! মানুষ দেখে করছে অবজ্ঞা
ওরা মানুষ নামের জ্ঞাতি,
ওরাও তো ওই পরম স্রষ্টার সৃষ্টি
সংখ্যা লঘুরা মানুষ জাতি।

ফেইজবুক আর খবরের পাতায়
দেখি দূর্বলের বাড়িঘর পুড়ে,
সংখ্যা গুরুরা হাসছে আর মাতছে
তাদের কথা ভাবলে মাথা ঘুরে।

শিক্ষার নাম গন্ধ ওদের মাথে নেই
শিক্ষার নামে করছে ভিক্ষা,
একে অপরের মনের মাঝে শুধু যে
অপমাম করার কে দিছে দীক্ষা।