সংঘাত চাই না (২৬০১তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৫-০৮-২০২৪ ইং
*****************
দেশে সংঘাত চাই না, চাই না মারামারি
মালামাল চুরি করে চাই না কাড়াকাড়ি।
থাকতে চাই ভাইর মত, চাইনা ঠেলাঠেলি
না হয় যেন রক্তপাত,না হয় গোলাগুলি।
একে অপরের ভাই হয়ে সুখে দু:খে চলি
দ্বন্ধ সংঘাতের কথা যেন মুখে নাহি বলি।
চাই না মোরা এমন সমাজ দ্বন্ধ লেগে থাক
স্বাধীন দেশে স্বাধীন থাকি এ হোক স্বভাব।
এমন দেশ চাই না মোরা সংগ্রাম লেগে রবে
স্বাধীন ভাবে বললে কিছু বাঁধা আসবে তবে।
সবে মিলে সুন্দর দেশ গড়ি হাতে হাত রেখে
নিজেকে সামলিয়ে রাখি হানাহানি থেকে।
আমার দেশের নীল আকাশে উড়বে পতাকা
স্বাধীন ভাবে গান গাইবে শত কোটি জনতা।
অভাগা মা'র বুক খালি হোক চাই না মোরা
যাদের খবর রাখি সবে যাদের ভাগ্যে পোড়া।
মোদের শুধু একটাই চাওয়া,চাই শান্তশিষ্ট দেশ
এমন কিছু করিয়েন না যাতে ভাগ্য পুড়ে শেষ।
দেশেকে ভালোবাসি সবাই গোন্ডগোল না করি
দেশের মান রক্ষা করে দেশে সুন্দর জীবন গড়ি।