সম্মান নিয়ে ছিনিমিনি ( ২৩৯৮ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৮-০১-২০২৪ ইং
======================
সম্মান নিয়ে পুতুল খেলা,খেলছে কত জনে-
ভিতরের আসল রূপটা বাহ্যিক কেউ জানে।
সাক্ষাৎ হলে ভালোবাসা দেখায় ভিতরে নাই
সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে দলের ভাই।
ভালোবাসছে মুখে মুখে অন্তর যে তার শূন্য
লোক সমাজে অপমানে হয় যে সে মহাধন্য।
সম্মানীদের সম্মান করতে শেখো প্রিয়জন
লোক সমাজে কাজের দ্বারা কর না অপমান।
তেল মারিয়া,জনসম্মুখে ফুলাও ফাঁপাও কেন?
তাতে সবাই বুঝবে যে ভাই ভালোবাস যেন তেন।
কেহর বড়ত্ব কাহাকে কেউ সহজ ভাবে দেয় না
অল্প জিনিসে সন্তুষ্ট কেউ মেনে নিতে চায় না।
সম্মান পাওয়ার সুত্র হলো অন্যকে সম্মান দেয়া
জোর করে অন্যের থেকে নয় সম্মান কেড়ে নেয়া।