সময়ের সেরা শ্লোগান (২৮১৭ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৯-০৩-২০২৫
=================
আর নয় সংঘাত শান্তি চাই
দেশে সময়ের সেরা দাবি,
করছি শুধু জান মালের ক্ষতি
এমন করলে শান্তি পাবি।
দলে বিদলের রাজনীতিক যারা
তারা নিজের ভাল চায়,
এমন ভাবে সভা সমাবেশ করে
শুধু মঞ্চে লোভ দেখায়।
কেহ নিজের মাথাটা নত করে না
সবাই অশালীন কথা বলে,
এমন আচরণ রাজনীতিবিদ করে
দেশে বিশৃঙ্খলা হবে ফলে।
সংঘাত যদি লেগে থাকে দলে
দেশ জাতি হবে শুধু পিছু,
দ্বন্দ্ব ভুলে সারা বিশ্ববাসীর জন্য
মোদের করতে হবে কিছু।
মুখে মুখে মিছে শান্তির শ্লোগান
নেতাদের অন্তরে শুধু বিষ,
আজ মানুষ হয়ে মানুষ বিনাশ
তোরা কেমন করে পারিস।
শোন সত্যের লড়াই বৃথা যায় না
সত্যের প্রমান যুগে যুগে,
দেশে শান্তির জন্য অপশক্তিকে
জনগন দিয়েছে রুখে।
সত্যের সৈনিক কখনো পিছু হটে না
সদা জীবন দিতে প্রস্তুত,
রক্তের বদলা রক্তের বিনিময়ে
নিতে পারে সব প্রতিশোধ।
হুমকি দামকি সব একপাশে রেখে
সবাই একতাবদ্ধ থাকো,
শান্তির জন্য কোরআন শপথ করে
একত্রে হাতে হাত রাখো।