সময়ের মিসকল (২৬৫১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৪-১০-২০২৪ ইং
=========================
ক্ষমতা প্রয়োগে চাপ বাড়িয়ে শুধু ধান্ধাবাজ
উগ্র মেজাজ কাজে লাগিয়ে করে ত্রাসের রাজ।
অতীত থেকে শিক্ষা নেয় না কোন ক্ষমতা কার
কে পারে সত্য কথা প্রকাশ রুখতে বন্ধ করে দ্বার?
আজকে তুমি কালকে আমি চিরন্তন এই বল
ধ্বংস হয়ে যাবে যে তোর ক্ষমতার পাহাড় ঢল।
ক্ষমতা পেয়ে দেখিয়ে দিলে বোঝা নেই যে মাথে
মওকুফ করার এ ক্ষমতা পেলি কাকে নিয়ে সাথে?
ক্ষমতার প্রতিহিংসা চলে যদি আগের দিনের মত
সততার মুখোশ পরে ক্ষমতার নিধন চলে শত।
তোমরা ফুটো পয়সা নষ্ট বলে অচল করে দিলে
কেমন করে সেই স্বভাবটা নিনের মত করে নিলে।
যেই লাউ সেই কদু,শুধু কাদা ছোড়াছুড়ি চলছে
অতীত বর্তমানের স্বভাব একই দেশবাসী বলছে।
রাতটা যখন গভীর হয় আলোর বার্তা বয়ে আনে
প্রকৃতির এই ধারাবাহিকতা শুধু প্রকৃতিই জানে।
বুঝলে ইয়েস না বুঝলে নো এটা সময়ের মিসকল
একদিন নড়ে উঠবে ঘাড়ে চড়বে ফেরত কর্মফল।