সময়ের হালচাল (২৬৫৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২২-১০-২০২৪ ইং
===================
মনটা কাঁপে অন্তর জ্বালায়
সদা যায়না মুখে বলা,
সত্যের চেয়ে মিথ্যার প্রচার
যত করে যে ছলাকলা।
কানা মায়ের চেয়ে নাই মা ভাল
এ কথা বলে স্বার্থপর,
সম্পাদ নিয়ে যত টাল বাহানা
ধরায় থাকবে না বেশী আর।
কানে শুনে যদি ভান করে চলে
তার চেয়ে বধির ভালো হয়,
গোপন কথা শুনবে না কখনো
যদি হৃদয়ে থাকে ভয়।
ভদ্রতার চেয়ে অভদ্র যারা আছে
তাদের কদর অনেক বেশী,
শিক্ষা করে লি লাভ হবে তোর
যদি টাকা ঘাকে রাশি রাশি।
মান্যগন্যের চেয়ে অমান্যের দ্বারা
সমাজ দেশ শান্ত থাকে,
জীবনে সুখের চেয়ে কষ্ট ভালো
ভাই  টেনশন নেই তাতে।
সুজনের চেয়ে কুজন ভালো
অনেকেই ইহা বলে,
শত্রুরা থাকে নিকটে দাঁড়িয়ে
সুজন ঠকায় ছলে।
ভালোর চেয়ে খারাপ ভালো
হুকুম মানে চিরকাল,
জগৎ গেছে এখন উলটে
ইহা এ যুগের হালচাল।