সমাজে ঘৃণিত যারা -১ (২৫০৮ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৭-০৫-২০২৪ ইং
======================
সাধুর এলাকায় বেশ্যার যবনিকা
পাপ খারাপির অবসান,
আরে বেশ্যার লাশ হবে না দাপন
সবাই মিলে করি এই পণ।

সচেতন বেশ্যা ভোগে খুশী আচ্ছা
সে মরিলেই যত সব দোষ,
এখন এই ভুমিতে হবে না দাপন
উগ্র মেজাজে ফোস ফোস।

প্রয়োজনে বেশ্যা ছিল খাঁটি মাল
কাহারো কাছে রাতের রানী,
দিনের আলোতে কেমন যে করে
তাদের মরিলে দেয় না পানি।

সাধুর নামে যত সুনম প্রচার করে
যত দেখাও ভন্ড সাধুর খেলা,
মুখোশ তোদের উন্মোচন করিবে
আসবে ঘোর নিশার বেলা।

সন্ধ্যা হলে বেশ্যার ঘর আড্ডাস্থল
ভাবো স্বর্গ তোদের কাছে,
দিনের আলোতে চিনো কি তাহারে
ভ্রু কুচকে যায় নাকি লাজে।

জানি,নারী আমাদের মায়ের জাতি
তাদের বেস্যা বানালো কে?
আমাদের ভদ্র সমাজে সতীর ছেলেরা
মুখোশ পরে খদ্দের সেজেছে।