স্বস্তির নিঃশ্বাস (২৫০৪ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৩-০৫-২০২৪ ইং
===============
উদাস পাগল পারা মনটা আমার স্বস্তি পেলো বুঝি
যানজট ছেড়ে গাঁয়ের কোলে শান্তির পরশ খুঁজি।
শহরের মাঝে পাওয়া গেলো না যানজট বিহীন পথ
গাঁয়ের পথে খুঁজে পেয়েছি সবুজ শ্যামল ছায়াপথ।
মেঠো সবুজ পথ  সম্মান জানিয়ে দিলো লম্বা সালাম
ঘোমটা পরা গাঁয়ের বধু বিলিয়ে দেয় মধুর কালাম।
রেইনট্রি,মেহগনি,চাম্বল বটবৃক্ষ  দিয়ে বেড়ায় উঁকি
তার নিচেতে চড়ুই ভাতি নিত্য খেলে দুষ্ট খোকাখুকি।
রাস্তার দুপাশে শিমুল পলাশ থোকা ফুটছে কৃষ্ণ চুড়া
সকাল হলে মাঠে ঘাটে কাজ করে কত জুয়ান বুড়া।
সন্ধ্যা হলে সবাই মিলে হাসি তামাসার গান গল্প করি
এমন সুন্দর গাঁয়ের রকমারি স্মৃতির নেই কোন জুরি।
গভীর রাতে ওই শিয়াল মামা মাঠে ডাকে হুররে হুয়া
ঘুমের ঘোরে লাফিয়ে উঠে  শিশু সুলভ কাজের বুয়া।
ধানের মৌ মৌ গন্ধে মাতোয়ারা সকল কৃষান কৃষাণী
নবান্নের উৎসবে মাতে গাঁয়ের আবাল বৃদ্ধা জানি।
তপ্ত রোদে মাঠের কৃষক গাছের ছায়ায় ঝিরায় বসে
কেহ আবার তালগাছের ছড়ি কেটে হাড়ি ভরে রসে।