শীতের আহ্বান (২৩৭৪ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৩-০১-২০২৪ তাং
================
শীতের রোদ্দুর বেশ প্রিয়
তার কোন জুড়ি নাই,    
উষার আলোর আভা পেলে
সেথায় ছুটে যে যাই।

আমার আঙিনায় এসো বন্ধু
জানাই যে আহবান,
মুড়ির মোয়া খাওয়াবো সাথে
লাল চা করিতে পান।

দুপুর বেলায় মাছভাজা ডাল
গরুর ভুরির মুড়িঘন্টো,
চিংড়ি মাছের বেগুন ভর্তায়
ইলিশ ডিম মাখার মন্ড।

গাঁ গ্রামের ঘেসা মানুষ আমি
নেই আধুনিকতার মান,
আমার আহবানে আসো দ্বারে
দিব তোমায় মান সম্মান।

আমার কর্মে ভুল পাইলে বন্ধু
ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো,
ভুল বুঝে তুমি দূরে যেও না
আমার হাতে হাত রেখো।