শীত আর শীত (২৪০১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
৩১-০১-২০২৪ ইং
====================
মাঘে শীত আমায় জড়িয়েছে
ওই লেপ কাথা কম্বল,
পাশের বাড়ির বুড়ো দাদুর নেই
শীত তাড়ানোর সম্বল।

ঠুঁক ঠুঁক করে কাপছে বুড়োরা
অনুভুতিতে আঁখিজল,
শিশুরা বলে আগুন জ্বালিয়ে
তাড়াই শীতের অশ্রুজল।

খড়কুটো এনে আগুন জ্বালায়
চারিপাশে সবাই বসে,
হৈ হুল্লোড়ে আগুন পোহাতে
সবে গল্পবলে রসেবসে।

সন্ধ্যা আসতেই নীড়ে উঠে যায়
শীত থেকে হেফাজতে,
কানে মাফলার গায়ের চাদরে
শীত তাড়াই কোনমতে।