শিষ্টাচার (২৬৯৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০১-১২-২০২৪ ইং
==================
সত্য ন্যায়ের দোহাই দিয়ে
তুমি করছো অবিচার,
মিথ্যাকে মুলধন বানিয়ে
তুমি শেখাও শিষ্টাচার।

মানবিকতার সঠিক দর্শন
সতত শেখায় যে জন,
আসল শিক্ষায় শিক্ষিত সে
উদার আকাশ সম মন।

শুনিয়ে যাও মানবতার কথা
সেথায় পাবে সত্যকথা,
ধৈর্য্য আর সহিষ্ণুতা ফসল
সেথায় পাবে তুমি যথা।

শুনুন মুর্খ ভাবুক ইতর-প্রাণী
সমাজে তারা জ্ঞানীগুনী,
বিশ্বাসহীনে ঐ অসভ্যের দল
যা বলছে তা শুধুই শুনি।

সমাজে আছে কিছু মুর্খের দল
চায়না তারা অন্যের মঙ্গল,
জান মালের নিরাপত্তাও নাই
করে যায় সতত বিশৃঙ্খল।

স্বার্থে পাগল নিজেকে নিয়ে
চিন্তা করুক যেন নতুনত্বে,
সকল ক্ষেত্রে ই শিষ্টাচারিতা
মিথ্যার উপর ভাবনা তত্বে।

যেন লেবাস পরে ধর্মের দোহাই
মানুষে মানুষের ক্ষতি,
পুরাতন পথমত সব ভুলে যাও
যেন আলোর পথে গতি।