সিংহ মামা (২৩০৪ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৬-১০-২০২৩ ইং
==================
সিংহ মামার হুংকার কোমল
আগের মত আর দেয় না,
জঙ্গল রাজের এমন হুংকার
বিশ্বের সভ্যপ্রাণী চায় না।
বড় বড় অরণ্যের প্রাণীকুলেরা
হুংকারের প্রতিবাদ করে,
যার কারণে ওই বজ্র কচ্ছপটি
আজ হুর টেনে নেয় ঘরে।
আজ সিংহ মামাকে ভয় পায় না
তার হিংসার কর্ম দোষকে,
যার কারনে বড় বড় জঙ্গলের
বাঘ ভাল্লুক উঠছে ফুসকে।
আফ্রিকার বনের  এমন আচরন
অন্য বনের প্রাণী চায় না,
তাইতো তারাও হুংকার দিতেছে
দিচ্ছে নানা শর্ত বায় না।।