সিংহের গর্জন থেমে গেছে(২৩২৬ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৭-১১-২০২৩ ইং
==================
সিংহ মামা সম্মানের ভয়ে
রূপ,পরিবর্তন করে চলছে,
আগের মত ভুমিকায় নেই
তাই টাইগারের কথা বলছে।
রয়েল বেঙ্গল টাইগার কিন্তু
মামার ভয়ে তেমন ভিতু নয়,
এই কথাটি চায়ের আড্ডায়
সুন্দর বনের সকল পশু কয়।
তাই  মামার রুপ পরিবর্তন
বাঘের পক্ষেই কথা বলছে,
টাইগার যা বলে সেই কথাটি
জঙ্গলে আইন রুপে ফলছে।
তৈলবাজ পশু থেমে গেছে
সব লোভিষ্ঠ গেছে বিফলে,
বয়স না হলে গাছ ফলিলে
সব ফল যাবে নাকি বিফলে।


বিদ্রঃ ঘূর্নিঝড়ের কারিণে দেরী হল কবিতা ছাড়তে।