সিণ্ডিকেট (২২৭৪ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৬-০৯-২০২৩ ইং
**************************
বাজারে দ্রব্যের দাম আকাশ ছোঁয়া
সিন্ডিকেট করে দাম চায় সবে,
একটির দাম কমালে,অন্যটি বাড়ায়
দাম কমার লক্ষণ নেই যে তবে ।
সুচতুর আজ সিন্ডিকেট ব্যবসায়ীরা
আধুনিক ডিজিটালের দেশে,
সিন্ডিকেট করে সারা দেশে ছড়ায়
ওরা যে দাম বাড়ায় রাত শেষে।
রাতের আঁধারে মোবাইল ফোন করে
পাইকারদের দাম হাকিয়ে দেয়,
আঁধার রাতে গুদাম থেকে ব্যবসায়িরা
যত পন্য আছে সরিয়ে নেয়।
বউয়ের তাড়ায় সকাল বেলা সবাই
যখন বাজার করতে আসে,
বাজারের চাহিদার কথা ভুলে গিয়ে
সবাই চোখের জলে ভাসে।
এই দেশে আইন আছে ফাইন নেই
দেশ সব ক্ষেত্র চলে ঘুষে,
ঘুষ না দিলে সব কর্তা আমলারা
উৎকোচ পাওয়ার জন্য ফুঁসে।
ভোক্তা অধিকারের তোড়জোড় যদি
চলমান ধারায় অব্যাহত থাকে,
সিন্ডিকেট করে কেউ পার পাবে না
যদি দোকানে চাট টানানো রাখে।