শিক্ষা সফর ২৫ (২৭৫১তম)
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
২২-০১-২০২৫ ইং তাং
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
এক প্রকার হঠাৎ করে শিক্ষা সফর ঠিক
পুরাতনকে বিদায় জানাবো হবেনা বেঠিক।
তিন স্যারে মিলে পিকনিকের উদ্যোগ নেয়
খুব শীঘ্রই যাবে সফরে সবকে জানান দেয়।
পটুয়াখালীর কুয়াকাটায় সাগর পাড়ে গিয়ে
প্রাণ জুড়াবো সাগরের ঢেউয়ের দৃশ্য নিয়ে।
সহ-সুপার মিটিং করে সবকে বুঝিয়ে বলে
খরচ হিসেবে প্রতিজনে ছয়শো করে দিলে।
আয়োজনটা ভালো হবে বাসে যাওয়া যাবে
খিচুরি ও গরুর বিরিয়ানি সবাই মিলে খাবে।
নাসির ও হক স্যারে চাঁদা উঠানোর ভার নিল
মনি ম্যাডাম ছাত্রীদেরকে সফরে জোর দিলো।
আমি কবি বাজেট দিলাম টাকার অংক নিয়ে
রাধুনিটা হবে একজন অভিজ্ঞ রাধুনির দিয়ে।
বাইশ জানুয়ারি সকাল বেলা বাসে যাওয়া হবে
সকাল সাতটা সব জনেরা উপস্থিত থাকবে তবে।
রক্ষাচন্ডী মাদ্রাসা হইতে সকাল সারে সাতটায়
টিকে নিয়ে বসবেন গিয়ে যার যার দেয়া সিটটায়।
ভি আই পি সিটে বসবে জনাব সুপার সহ- সুপার
গাড়ির ভিতর শৃঙ্খলার দায়িত্ব কৃষি, কিবরিয়ার।
নয়টার সময় ফেরীতেই দিবেন সকালের নাস্তা
প্যাকেট ভর্তি থাকবেন মুরগী খিচুরির ব্যবস্থা।
দুইটায় দিবেন দুপুরের খাবার সৈকতে বিরিয়ানি
এই ম্যাসেজটি দিলেন আয়োজক আমরা জানি।
মাগরিব বাদ ফিরবো মোরা যার যার সিটে বসে
ইহার পূবে সফরের আনন্দ করবেন রসে বসে।

সৌজন্য : রক্ষাচন্ডী ইসলামিয়া দাখিল মাদ্রাসা
                 বরগুনা সদর বরগুনা।