শুধু ফাঁকাআওয়াজ (২৮২৭ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৮-০৪-২০২৫ ইং
====================
বুলি তুলছে ফাঁকাআওয়াজ
শুধু হৈ হুল্লোড় করছে,
ওরা যার তার প্রতি কুদৃষ্টিতে
ফাউল কথা  ছাড়ছে।

জোয়াল দিয়া বোয়াল মেরে
নাম দিছে পহোলান,
যোগীয়ার হাটের কেরামতিতে
উপধি দিয়ে মারোয়ান।

বংশ মর্যাদার বালাই নাই যে
নাম দিছে যাতে মৃধা,
কথা বলে ভাদ্রের তাল সম
তলায় পড়লে হয় অর্ধা।

কেহ বলে আবার আলম নাকি
এমন পরিস্থিতির মলম,
ক্ষতস্থানে লাগাইলে জোরা লাগে
কাটা জাগায় গুইচ্ছা যায়।

ছোট মুখে সে বড় কথা বলেছে
ভবিষ্যতকে কথা ভাবে না,
মাইক ফুঁকিয়ে যা কিছু বলছে
অন্ধকার রাত্রের খাবে না।