সঠিকতা (২৫০১ তম)
এম,সালাম (সুর ও ছন্দের কবি)
১০-০৫-২০২৪ ইং তাং
====================
মানুষের দেহে খুঁজে দেখলাম
বিধির বিধান পেলাম না,
বহ্নি পানি শুষ্ক মাটির দেহেতে
আছে লোভ স্বার্থের রসনা।
এ দেহে নানা অনুভুতি আছে
তা বুঝাতে চায় যে প্রকৃতিরে,
আগুন পানি কোথা কি জানি?
একটা নিয়ম নীতির ভিতরে।
ক্ষিতিশ হালকা পানির ঝলকা
কোথাও পানি হচ্ছে ভারী?
শূন্য স্থানে ছুটে চলছে হাওয়া
ঝর বৃষ্টি উষ্ণ বাতাস তারই।
দেখুন এভাবে কত রহস্যের জট
চলছে আগুন পানি বাতাসে,
জিজ্ঞাসিলে তারে বলবে ওরে
মানবের আসল ধর্ম না সে।
এই মহা জগতের সব মহোৎসব
চলছে যে সব বিশেষ নিয়মে,
জানো তারে আসল ধর্ম কিরে
মিলবে শুধু ওই আত্ম সংযমে।