সঠিক কথা (২৮০২ তম)
এম,এ,সাল্যম (সুর ও ছন্দের কবি)
১৪-০৩-২০২৫
===================
কেন রঙে রূপে এতো সাজ
নতুন পোষাকে বেড়াও উড়ি?
ব্যস্ততার মাঝেও করি কাজ
আয়,সবাই মিলে গল্প করি।
নগদ রূপ তোর পরছে চোখে
হয়তো আগে নয় তো পিছে,
জেনেও অজানা হচ্ছে লোকে
নশ্বর জীবন কেমনে নাচে।
রূপ যৌবন তো হবেই ফিকে
সময়ের ব্যবধানে হবেই হারা,
কাজের মাঝেই থাকবে টিকে
ধরায় বংশগতির সৃষ্টি ধারা।
আলসেমিতে সময় ফুরালে
ফেলে আসা দিন দেয় না দেখা,
কাজের ছুটিতে গল্প ফেলে
জন্ম মৃত্যু হতে এটাই শেখা।
দেখাদেখিতে নিলাম শিখে
সুখময় জীবন প্রজাপতি,
উচিৎ কথা ডায়রিতে লিখে
জানি সময় নষ্টে বিরাট ক্ষতি।