শিক্ষা ও শিক্ষার্থী (২৭৯৬ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৮-০৩-২০২৫
=================
লেখাপড়া করতে চায় না
সার্টিফিকেট চায়,
নামে মাত্র শিক্ষার্থী সেজে
শ্রেনী কক্ষে যায়।
শ্রেনী কক্ষে অনিয়মিত
অমনোযোগী থাকে,
শিক্ষালয়ে এমন পরিবেশ
বই খাতা নেই সাথে।
লেখাপড়া   জিজ্ঞাসিলে
হা করে দাঁড়িয়ে রয়,
বাড়ীতে সমস্যা ছিলো
সে ক্লাসের ফাস্ট বয়।
পড়ার কক্ষে বসতে চায় না
মোবাইল নিয়ে ব্যস্ত,
মোবাইলে অনেক অভিজ্ঞ
ফ্রি ফায়ারে  ন্যাস্ত।
ওরা পর্নছবিতে মজে থাকে
বাড়ির কাজে  অনিহা,
মন মরা হয়ে বসে থাকে
করবে নাকি সে বিয়া।
কেহ আবার বায়না ধরছে
শুধু স্মার্ট ফোন চাই,
যাহা বলবে তাহাই শুনবো
এর বেশী কিছু নাই।