শেষ যাত্রা (২৮৩৭ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৮-০৪-২০২৫
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
মেয়াদ যখন শেষ হবে দুনিয়ার আয়ু
বের করে নিয়ে যাবেন জীবনের বায়ু।
মৃত্যু ফেরেস্তা এসে নিয়ে যাবে জীবন
ফিরে আসবে না কববে রবে আজীবন।
নিজ দেশে যাওয়ার জন্য সামানা তৈরি
কবরের পথ খুবই কঠিন অনেকটা বৈরী।
কবরে রেখে আসবে থাকতে হবে একা
কারো সাথে আর কখনো হবে না দেখা।
তোমার নিজ কর্মের হিসেব শুধু হবে দিতে
দুনিয়ায় আর কোন কিছু পারবে না নিতে।
এই ধরাতে যাদের আমল অনেক ভালো
কবপ্রের ভিতরে দেখবে ঐশ্বরিক আলো।
দুনিয়ার পাপের জনা সইতে হবে আজাব
সৃষ্টিকর্তা তাদের দিবে নানা শাস্তির গজব।
বেহেস্ত দোযখ নির্ধারণ হবে সে কর্মের ফল
ভালো আমল তার জন্য একমাত্র সম্বল।
সময় থাকতে এ জগতে করি কাজ ভালো
বিনিময়ে পেয়ে যাবে কবরে স্বর্গীয় আলো।
পাপের চেয়ে নেকের পাল্লা যাদের হবে ভারী
বিচারের পর তাদের জন্য জান্নাতে হবে বাড়ি।