শেষ উইকেট (২৬৭৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১১-১১-২০২৪
===================
শুধু একটা ছিলো তাও নাকি
প্রায় যায় যায় ভাব,
এটাই হলো ভালো মানুষের
প্রতিহিংসার স্বভাব।

প্রতিহিংসার ভালো সংজ্ঞাটা
আগে জানতাম না,
মেধাবী জ্ঞানীরা শিখিয়ে দিল
প্রতিহিংসার নমুনা।

দেশ প্রতিহিংসার ভরে গেছে
শত্রু-মুক্ত  নিধন শুরু,
এখন ব্যাটিং বলে ছক্কা চারেই
মারবে দেশের মহাগুরু।

ভাবছে বড় চেয়ারে বড় বাবুর
দহরাম মহরাম বাড়ে যদি,
কোন একদিন আইনের জালে
ছাড়তে হতে পারে গদি।

হেরিকেন দিয়ে খুঁজতে আছে
ওরা কে কোথায় আছে?
পাছা ওদের লাল করে দেয়
গোপালী ক্রিকেট ম্যাচে।

শেষ উইকেট পতনের জন্যই
রোজ স্পিন বল করছে,
অভিজ্ঞ কোচারের পরামর্শেই
বোলিংয়ে ক্লাপ মারছে।