শেষ বেলা (২৫২৩তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০১-০৬-২০২৪ ইং
=================
কার লাগিয়া এত কষ্ট করি
কে আমার আপন?
বেলার শেষে একা হয়ে যাবো
ধূলিস্যাৎ সব স্বপন।

সব সময় অতিবাহিত করি
মিথ্যা হাসির ছলে,
দূর্বল মনে কাজ করে চলি
গায়ের ক্ষমতা বলে।

আমি সবার মুখে হাসি ফুটাই
শত রোদবৃষ্টি ঝড়ে,
কষ্টে আমার ভুলে যাই তবু
সবার সুখের তরে।

স্বজনদের মুখে হাসি দেখলে
আনন্দের নানে ভাসি,
মন আকাশে উঁকি মারে তব
নীল আকাশের শশী।