ষাট বছরের যৌবন (২৪২৫ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৪-০২-২০২৪ তাং
**************************
বসন্ত কাল এলেই উথাল পাথাল মন
তাকে নিয়ে হাত ধরে ঘুরি পলাশ বন।
মনের সব ভালোবাসা কৃষ্ণ চুড়ায় লাল
হৃদ মাঝারে দেখছি লালে শিমুল গাল।
ফুলের গন্ধে পাগলপাড়া দিশেহারা আজ
রূপ দেখে উপছে পরে প্রিয়ার সেই সাজ।
স্বাধীন মনে প্রিয়ার সনে স্বপ্নে দেখা চোখ
পলাশ বলে বয়স হারিয়ে মেটায় মনে শখ।
ফুল কাননে আম্র বাগানে বিহ্বলে দু'জন
দোয়েল শালিকের প্রেমাবেগে তৃপ্ত এ মন।
ভরা যৌবন গাছের ছায়ে প্রেমে মজে বেশ
প্রেমিকা তার আলতো করে ছুঁয়ে দেশ কেশ।
প্রেমিক মন কোণ বাঁধা মানবে না সেই পণ
প্রেমিক বেসে ফুল কাননে থাকবে যতক্ষন।
পাখির সনে ভাবে মজে গাইছে প্রেমের গান
যাট বছরের ভরা যৌবন এই বসন্তের দান।