সেই শাসন ফিরবে কবে (২৬১৮ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১১-০৯-২০২৪ ইং
**********************
মেধায় আজ ভরে গেছে বেয়াদবিটাও বাড়ছে
তাইতো আজ মেধাবিরা মানসম্মান কাড়ছে।
যে অভিবাবক লাঠি নিয়ে স্যারকে আসে তেড়ে
তার সন্তান মেধাবী হবে,সমাজে কেমন করে।
মা,বাবার শাসন চালু হোক,হোক ক্লাসে শাসন
লেখাপড়া আর আচার আচরণ শিক্ষার্থীর ভুষন।
শাসন না হলে এই সমাজে বেয়াদবিটাই বাড়বে
শাসন বিহীন শিক্ষার্থীরা,শিক্ষকের মান কাড়বে।
বাড়িতেও পড়ার টেবিলে,শাসন চাপ দরকার
এই সকল ধ্বংস করছে বিগত দিনের সরকার।
পড়া না পারলে জবাবদিহি হোক বাড়িতে ক্লাসে
খেলার সময় খেলুন ওরা,সময় নষ্ট না হয় অলসে।
পড়ার টেবিলে পড়ে কিনা বাড়িতে নজর রাখুন
আপনার সন্তান কি করছে শিক্ষালয়ে এসে দেখুন।
মোবাইল প্রেমে আসক্ত ওরা খেলছে নানান খেলা
পর্ণছবি আর ফ্রি-ফায়ারে,ওদের কাটছে সারাবেলা।
ফিরুক আবার মায়ের শাসন, উঠুক স্যারের লাঠি
তবেই যদি বিশুদ্ধ হয়  এই সমাজ দেশের মাটি।